Khoborerchokh logo

গাজীপুরে ব্যাটারি পুড়িয়ে দূষণ,দুই কারখানাকে জরিমানা : জেলা প্রশাসন 270 0

Khoborerchokh logo

গাজীপুরে ব্যাটারি পুড়িয়ে দূষণ,দুই কারখানাকে জরিমানা : জেলা প্রশাসন

আলমগীর কবীর:
গাজীপুরের কাশিমপুর এলাকায় অবস্থিত অবৈধ পরিবেশ দূষনকারী প্রতিষ্ঠান ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানার ম্যানেজার কোরবান আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই অপরাধে কাশিমপুরের হাতিমারা এলাকার টংরিভ দ্যা ইন্ডাস্ট্রি লিমিটেড ইউনিট-০২ নামে আরেকটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। দুটি কারখানারই উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন ।
২৪জুন ২০২১্ইং গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মমিন ভুঁইয়ার উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।  

অপরদিকে টঙ্গীর বড় দেওরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ-বিরোধী আরেক অভিযানে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয় । ঐ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মমিন ভুঁইয়া ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com